কমিউনিজমের ‘ভূত’ তাড়া করেছে মার্কিন শাসকদেরও

‘ইউরোপকে তাড়িয়ে ফিরছে এক ভূত– কমিউনিজমের ভূত … কমিউনিস্ট বিপ্লবের আঘাতে কেঁপে উঠুক শাসক শ্রেণিগুলো ..!’ – কমিউনিস্ট ম্যানিফেস্টো, ১৮৪৮।

সেই ‘ভূত’ এবার আমেরিকাকে তাড়া করছে ..!

মার্কিন কংগ্রেসে ভাষণ দিতে গিয়ে মিয়ামির রিপাবলিকান দলের প্রতিনিধি মারিয়া এলভিরা সালাজার সম্প্রতি তাঁদের দেশ সম্পর্কে এক ‘আতঙ্কজনক’ সত্য স্বীকার করেছেন। তিনি বলেছেন,

‘‘আমেরিকার তরুণ প্রজন্ম বিশ্বাস করে, আমেরিকার সমস্ত নাগরিকের বৃহত্তর স্বার্থে সমাজতন্ত্র হল একটি উপযুক্ত অর্থনৈতিক কাঠামো। এই শতকের ৪০ শতাংশ মানুষ এবং ‘জেড’ প্রজন্ম (অর্থাৎ তরুণরা) মনে করেন, প্রখ্যাত টমাস জেফারসনের লেখা আমেরিকার ‘স্বাধীনতার সনদ’-এর চেয়ে মার্ক্স-এঙ্গেলসের ‘কমিউনিস্ট ম্যানিফেস্টো’তে স্বাধীনতা ও সাম্যের ধারণাকে অনেক ভালো ও কার্যকরীভাবে তুলে ধরা হয়েছে…’’।