ইজরায়েলি শাসকদের সেবায় শ্রমিক পাঠাচ্ছে বিজেপি সরকার—তীব্র প্রতিবাদ এস ইউ সি আই (সি)-র

এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ২৫ জানুয়ারি এক বিবৃতিতে বলেন, সারা বিশ্বের জনগণ প্যালেস্টাইনের উপর মার্কিন মদতপুষ্ট ইহুদিবাদী ইজরায়েলি শাসকদের বর্বর আক্রমণের নিন্দা করছেন।তাদের আক্রমণে নারী-শিশু সহ হাজার হাজার নিরীহ প্যালেস্টিনীয় মানুষ প্রাণ হারিয়েছেন।প্যালেস্টিনীয় জনগণ তাঁদের মাতৃভূমির স্বাধীনতার জন্য বছরের পর বছর ধরে ন্যায্য লড়াই চালিয়ে যাচ্ছেন।ইজরায়েলি শাসকরা এই প্যালেস্টিনীয়দের ঘরবাড়ি, হাসপাতাল, স্থাবর-অস্থাবর সমস্ত সম্পত্তি ধ্বংস করে একটা জাতিকেই নিশ্চিহ্ন করে দিতে চাইছে।

গাজায় ১০০ দিনের বেশি আক্রমণের পরিণতিতে ইজরায়েলে শ্রমিক সংকট দেখা দিয়েছে। যে হাজার হাজার প্যালেস্টিনীয় ইজরায়েলে কাজ করতেন, তাঁদের উপর নিষেধাজ্ঞা জারি হওয়াই সেখানে শ্রমিক সংকটের মূল কারণ। যুদ্ধের ফলে ৫ লক্ষ ইজরায়েলি ও ১৭ হাজারের বেশি বিদেশি শ্রমিক সে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। এর উপর ইজরায়েলের প্রায় এক পঞ্চমাংশ কর্মক্ষম মানুষের স্থানচ্যুত হওয়া, স্কুল বন্ধ হওয়া, সেনাবাহিনীর রিজার্ভ হিসাবে বহু কর্মক্ষম মানুষকে তৈরি থাকতে বাধ্য করা ইত্যাদি কারণে সেখানে কাজ করার লোক পাওয়া যাচ্ছে না।এই পরিস্থিতিতে ভারতের বিজেপি সরকার ইজরায়েলের স্বৈরাচারী ইহুদিবাদী শাসকদের ত্রাতা হিসাবে অবতীর্ণ হয়েছে। তারা হরিয়ানা ও উত্তরপ্রদেশ থেকে সস্তা শ্রমিক ইজরায়েলে সরবরাহ করছে। শত শত কর্মহীন যুবক এবং ছাঁটাই হওয়া শ্রমিক জীবনের ঝুঁকি নিয়েও ইজরায়েলে কাজের আশায় লাইন দিচ্ছেন। ইজরায়েলের অমানবিক শাসকদের মদত দেওয়ার জন্য বিজেপি সরকারের এই নিষ্ঠুর আচরণের আমরা তীব্র নিন্দা করছি। সমস্ত গণতন্ত্রপ্রিয় শুভবুদ্ধিসম্পন্ন মানুষের কাছে আমাদের আবেদন, ভারতীয় শ্রমিকদের এ ভাবে বিদেশে চালান করার বিরুদ্ধে তীব্র প্রতিবাদে সামিল হোন।