মিড-ডে মিল কর্মীদের মিছিল

মিড ডে মিল কর্মীদের যুক্ত মিছিল, কলকাতা। ২৯ জানুয়ারি।

মিড ডে মিল কর্মী সংগঠনগুলির যৌথ মঞ্চ ‘মিড ডে মিল ঐক্য মঞ্চ’-এর নেতৃত্বে ২৯ জানুয়ারি শিশুদের মিড ডে মিলে বরাদ্দ বৃদ্ধি, মিড ডে মিল কর্মীদের সরকারি স্বীকৃতি, বেতন বৃদ্ধি সহ সাত দফা দাবিতে ১৩ হাজার মিড ডে মিল কর্মী শিয়ালদা এবং হাওড়া স্টেশন থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মিছিল করেন এবং এসপ্ল্যানেডে ডোরিনা ক্রসিং দু’ঘণ্টা অবরোধ করেন।শিক্ষা দপ্তরের মুখ্যসচিবকে ডেপুটেশন দেওয়া হয়। পরদিন আইনমন্ত্রী মলয় ঘটক দেখা করবেন এই প্রতিশ্রুতিতে অবরোধ তুলে নেওয়া হয়। দীর্ঘক্ষণ সভা চলে এসপ্ল্যানেডের ওয়াই চ্যানেলে।

মিছিলে নেতৃত্ব দেন এআইইউটিইউসি অনুমোদিত সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদক সুনন্দা পণ্ডা সহ সহযোগী সংগঠনগুলির নেতৃবৃন্দ।