(১৯০৪ সালে মে দিবস উদযাপন উপলক্ষে কমরেড লেনিনের লেখা প্রচারপত্র) সংগ্রামী শ্রমজীবী বন্ধুগণ, মহান মে দিবস আসন্ন৷ এই দিনে সারা দুনিয়ার শ্রমজীবী মানুষ তাঁদের শ্রেণিসচেতন অভ্যুত্থান উদযাপন করেন৷ মানুষের উপর মানুষের শোষণ–ত্যাচারের বিরুদ্ধে, ক্ষুধা–দারিদ্র্য–অবমাননা থেকে কোটি কোটি নিপীড়িত মানুষের মুক্তিসংগ্রামের জন্য তাঁরা নিজেদের আরও সংহত করার শপথ নেন৷ এই সংগ্রামে …
Read More »