Breaking News

মানুষ খেতে না–পাক আম্বানিদের মুনাফা বেড়েই চলেছে

বিশ্ববাজারে তেলের দাম কমে অর্ধেক হয়ে গেলেও কেন্দ্রের বিজেপি সরকার তার উপর নানা নামের কর চাপিয়ে যখন রান্নার গ্যাস, ডিজেল–পেট্রলের বাড়তি দামের বোঝা জনগণের ঘাড়ে ক্রমাগত চাপিয়ে যাচ্ছে তখন শুধু পরিশোধনাগার ও তেল বিপণন থেকে কর্পোরেট পুঁজির মালিক মুকেশ আম্বানির আয় হয়েছে ১,০১,৭২১ কোটি টাকা৷ তাঁরই আর একটি সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চলতি অর্থ বছরে নিট মুনাফা হয়েছে ১০,১০৪ কোটি টাকা৷ এই ক্ষেত্রে মুনাফা কোম্পানির আশার থেকে অনেক বেশি৷ কোম্পানির টেলিকম ও খুচরো ব্যবসায় জুন ত্রৈমাসিকে মোট আয় ২১.২৫ শতাংশ বেড়ে হয়েছে ১.৬১ লক্ষ কোটি টাকা৷ সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল যখন সরকারি অবহেলা, মন্ত্রী–আমলাদের চক্রান্তে মুখ থুবড়ে পড়েছে তখন রিলায়েন্স জিও–র মুনাফা ৪৫.৬০ শতাংশ বেড়ে হয়েছে ৮৯১ কোটি টাকা৷ অন্য দিকে, খুচরো ব্যবসায় বিক্রি বেড়েছে ৪৭.৫ শতাংশ৷ খুচরো ব্যবসা থেকে তাদের আয় ৩৮,১৯৬ কোটি টাকা৷ ১৯ জুলাই ট্রাই যে তথ্য প্রকাশ করেছে, তাতে কলকাতায় গ্রাহকসংখ্যার বিচারে বর্তমানে এক নম্বরে উঠে এসেছে রিলায়েন্স জিও৷

বিশ্ব অর্থনীতির অঙ্গ হিসাবে ভারতের অর্থনীতিও যখন মন্দার আক্রমণে বিপর্যস্ত, যখন এই অজুহাতে লক্ষ লক্ষ শ্রমিক ছাঁটাই হয়ে যাচ্ছে, বেকার যুবকদের কোথাও কাজ জুটছে না, কৃষকরা হাজারে হাজারে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে, সাধারণ মানুষ ক্রমাগত দারিদ্রের অন্ধকারে তলিয়ে যাচ্ছে তখন এ দেশের সবচেয়ে ধনী পুঁজিপতি মুকেশ আম্বানির কিন্তু লক্ষ কোটি টাকার মুনাফা করতে কোনও অসুবিধা হল না৷ এই হল পুঁজিবাদী ভারতে ‘সব কা সাথ সব কা বিকাশে’র ছবি

সূত্র : এই সময়, ২০ জুলাই ২০১৯

(গণদাবী : ৭১ বর্ষ ৫০ সংখ্যা)