বেসরকারিকরণের বিরুদ্ধে রুখে দাঁড়াল চিত্তরঞ্জনের রেলশ্রমিকরা

চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানাকে রেলদপ্তর থেকে বিচ্ছিন্ন করে বেসরকারিকরণের চক্রান্তের বিরুদ্ধে তীব্র শ্রমিক আন্দোলন শুরু হয়েছে৷ রেল মন্ত্রকের ‘‘হান্ড্রেড ডেজ অ্যাকশন প্ল্যান’’ নাম দিয়ে ১৮ জুন রেল বোর্ড একটি কালা সার্কুলার জারি করে৷ এই সার্কুলারের উদ্দেশ্য চিত্তরঞ্জন সহ রেলের সাতটি প্রোডাকশন ইউনিটকে দেশি–বিদেশি কর্পোরেট পুঁজির হাতে তুলে দিয়ে বেসরকারিকরণের দিকে একধাপ এগিয়ে দেওয়া৷ এই সার্কুলারের প্রতিবাদে রেলের প্রোডাকশন ইউনিটগুলিতে শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়েছেন৷ চিত্তরঞ্জনের সবকটি ট্রেড ইউনিয়ন এবং অ্যাসোসিয়েশন এক যোগে ‘সেভ সিএলডব্লু জয়েন্ট অ্যাকশান কমিটি’ গঠন করে  আন্দোলন চালিয়ে যাচ্ছে৷ ৫ জুলাই জি এম অফিসের সামনে প্রায় দশ হাজার মানুষের এক বিশাল বিক্ষোভ মিছিল সংগঠিত হয়, এবং সিএলডব্লু প্রশাসনের মাধ্যমে রেল বোর্ডকে স্মারকলিপি দেওয়া হয় ৷ ১৪ জুলাই চিত্তরঞ্জন শহরে বিশাল বিক্ষোভ মিছিল সংগঠিত হয়৷ এআইইউটিইউসি অনুমোদিত মজদুর ইউনিয়নের সম্পাদক কমরেড অর্ধেন্দু মুখার্জী বলেন, আমরা সবকটি ট্রেড ইউনিয়ন মিলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার কর্মসূচি নিয়েছি৷

(গণদাবী : ৭১ বর্ষ ৫০ সংখ্যা)