উত্তরপ্রদেশে ১০ জন আদিবাসী হত্যা,  দেশজুড়ে বিক্ষোভ এসইউসিআই(সি)–র

 

বিজেপি শাসিত উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায় ১৭ জুলাই ১০ জন আদিবাসী মানুষের হত্যার তীব্র নিন্দা করেছেন এস ইউ সি আই (সি)–র সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ৷ ১৮ জুলাই এক বিবৃতিতে তিনি বলেন, আদিবাসীদের চাষের জমি দখল করতেই গ্রামপ্রধান সশস্ত্র গুন্ডাবাহিনী নিয়ে এই হামলা চালিয়েছে৷ তাতে তিনজন মহিলা সহ ১০ জন নিহত হয়েছেন, আহত বহু৷ আদিবাসীদের উপর এই যে আক্রমণ হতে যাচ্ছে তা স্থানীয় পুলিশ প্রশাসন জানত৷ অথচ বিজেপি সরকারের পুলিশ আদিবাসীদের বাঁচাতে কোনও ব্যবস্থাই নেয়নি৷ ফলে, যোগী আদিত্যনাথ সরকার এই মৃত্যুর দায় এড়াতে পারে না৷  কমরেড প্রভাস ঘোষ বলেন, সারা দেশেই আদিবাসীদের পরম্পরাগত বাসস্থান থেকে উচ্ছেদের বিপুল আয়োজন চলছে৷ অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং দেশজুড়ে আদিবাসী উচ্ছেদের প্রতিবাদে ২০ জুলাই সর্বভারতীয় প্রতিবাদ দিবস পালনের আহ্বান জানিয়েছেন তিনি৷ সেই সঙ্গে তাঁর দাবি নিহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে, আহতদের ক্ষতিপূরণ এবং চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব সরকারকে নিতে হবে৷

(গণদাবী : ৭১ বর্ষ ৫০ সংখ্যা)