কংগ্রেস পরিচালিত পূর্বতন কেন্দ্রীয় সরকারের আমলে খুচরো–মাঝারি ব্যবসায় দেশি–বিদেশি একচেটিয়া পুঁজিপতিদের জন্য দরজা খোলা শুরু হয়েছিল৷ এবার বিজেপি সরকার সেই দরজা ১০০ শতাংশ খুলে দিল৷ সকলেই জানেন, ছোটখাটো দোকানে ও হকারিতে নানাভাবে খুচরো জিনিস বিক্রিবাটাতে দেশের কোটি কোটি মানুষ যুক্ত৷ এদের পরিবারের নূ্যনতম ভরণপোষণের সংস্থান হয় ব্যবসা থেকে৷ খুচরো–মাঝারি ব্যবসায় …
Read More »