২৩ মার্চ যথাযোগ্য মর্যাদায় দেশ জুড়ে শহিদ-ই-আজম ভগৎ সিং স্মরণ

পাঞ্জাব

২৩ মার্চ শহিদ-ই-আজম ভগৎ সিং শহিদ দিবস সারা দেশের সঙ্গে এ রাজ্যেও স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, বাজার, স্টেশন, রাস্তার গুরুত্বপূর্ণ মোড় সহ নানা জায়গায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। সর্বত্রই ছাত্র, যুব, মহিলা সংগঠন এআইডিএসও, এআইডিওয়াইও, এআইএমএসএসের উদ্যোগে অয়োজিত অনুষ্ঠানে বহু সাধারণ মানুষ উৎসাহের সাথে বীর বিপ্লবীর প্রতি শ্রর্দ্ধাঘ্য নিবেদন করেন। শহিদের প্রতিকৃতিতে মাল্যদান, ব্যাজ পরিধান, দেশাত্মবোধক সঙ্গীত ও তাঁর জীবন সংগ্রাম চর্চার মধ্য দিয়ে দিনটি পালিত হয়।

হরিয়ানায় এস ইউ সি আই (সি)-র ভিওয়ানি জেলা কমিটির উদ্যোগে ২৩ মার্চ ভগৎ সিং, রাজগুরু ও শুকদেবের শহিদ দিবস পালিত হয়। উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদক, এআইইউটিইউসি-র জেলা সম্পাদক ও এআইকেকেএমএস-এর জেলা সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সরশুনা, কলকাতা
কলকাতার সিঁথিতে ভগৎ সিং স্মরণে ছাত্ররা
নদীয়া, কৃষ্ণনগর
ভিওয়ানি, হরিয়ানা
গ্যালিফ স্ট্রিট, কলকাতা