স্বাস্থ্যকেন্দ্রের বেহাল পরিকাঠামো উন্নয়নের দাবি

১১ সেপ্টেম্বর বাঁকুড়া জেলার শালডিহা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো উন্নয়ন এবং নিয়মিত ডাক্তার সহ ২৪ ঘণ্টা চিকিৎসা পরিষেবা পুনরায় চালুর দাবিতে সিএমওএইচ দপ্তরে সহস্রাধিক মানুষের স্বাক্ষর সংবলিত দাবিপত্র সহ স্মারকলিপি দেয় হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের ইন্দপুর পশ্চিম শাখা। এলাকার ২২টি গ্রামের মানুষ ওই হাসপাতালের ওপর নির্ভরশীল, অথচ পরিকাঠামো তলানিতে। ব্লক স্বাস্থ্য আধিকারিককে আগে জানানো হলে, তিনি আশ্বাস দিয়েও কোনও সুরাহা করেননি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের জেলা সম্পাদিকা লক্ষ্মী সরকার, শিশির কোলে, দেবাশীষ মাজি ও পিন্টু মাজি।

দীর্ঘক্ষণ দপ্তরের সামনে বিক্ষোভ দেখানোর পর লক্ষ্মী সরকারের নেতৃত্বে এক প্রতিনিধি দল সিএমওএইচ এর সঙ্গে দেখা করলে, তিনি দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।