সর্বনাশা জাতীয় শিক্ষানীতি-২০২০ বাতিলের দাবিতে বিক্ষোভ

কলকাতার ধর্মতলায় আশুতোষ মূর্তির সামনে বিক্ষোভ

কেন্দ্রের বিজেপি সরকার চূড়ান্ত শিক্ষাস্বার্থবিরোধী জাতীয় শিক্ষানীতি-২০২০ পার্লামেন্টকে এড়িয়ে ক্যাবিনেটে পাশ করিয়েছে। এর বিরুদ্ধে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির পক্ষ থেকে ১৮ আগস্ট সারা ভারত প্রতিবাদ দিবসের ডাক দেওয়া হয়। ওই দিন রাজ্যের বিভিন্ন জেলাশহর সহ ৬৫টিরও বেশি জায়গায় রাস্তায় নেমে প্রতিবাদ সংগঠিত করা হয়। পাঁচ হাজারেরও বেশি মানুষ এই প্রতিবাদে অংশগ্রহণ করেন। উত্তরবঙ্গের কোচবিহারে এবং দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় সংগঠিত হওয়া প্রতিবাদ কর্মসূচি ছিল চোখে পড়ার মতো। কলকাতার ধর্মতলায় আশুতোষ মূর্তির পাদদেশে বিক্ষোভ কর্মসূচিতে অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির সম্পাদক অধ্যাপক তরুণকান্তি নস্কর ও সহ-সম্পাদক ডঃ মৃদুল দাস বক্তব্য রাখেন এবং সর্বভারতীয় কমিটির সদস্য কার্তিক সাহা জাতীয় শিক্ষানীতি-২০২০-র প্রতিলিপিতে অগ্নিসংযোগ করেন। উপস্থিত সাধারণ মানুষ এই কর্মসূচিকে সোচ্চারে সমর্থন করেন।

হাজরা মোড়