সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার দাবি

২৬ মার্চ বাঁকুড়ার আকাশ মুক্তমঞ্চে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সংগঠনগুলি যৌথ প্রতিবাদ সভায় দাবি ওঠে, স্বাস্থ্যসাথীর নামে মানুষের চিকিৎসাকে বিমা কোম্পানির দিকে না ঠেলে সরকারি হাসপাতালে বিনামূল্যে সমস্ত চিকিৎসা পরিষেবা দিতে হবে, সমস্ত মানুষের বিনামূল্যে উন্নত মানের চিকিৎসার দায়িত্ব সরকারকেই নিতে হবে, সরকারি হাসপাতালে ওষুধ ছাঁটাই নয়, বিনামূল্যে সমস্ত ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহ সুনিশ্চিত করতে হবে। মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টর্স ফোরাম, হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠন, প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাক্টিশনার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে অবস্থান বিক্ষোভ ও প্রতিবাদ সভা হয়। সভাপতিত্ব করেন এমএসসি-র জেলা সভাপতি ডাক্তার নীলাঞ্জন কুণ্ডু।

বক্তব্য রাখেন এসডিএফ-এর সাধারণ সম্পাদক ডাঃ সজল বিশ্বাস, এমএসসি-র জেলা সম্পাদক ডাঃ তন্ময় মণ্ডল, এইচওজেআরএস-এর জেলা সম্পাদক লক্ষ্মী সরকার প্রমুখ।

গণদাবী ৭৪ বর্ষ ৩৪ সংখ্যা ১৫ এপ্রিল ২০২২