সরকারি নিয়োগপত্রের দাবিতে কমিউনিটি সার্ভিস প্রোভাইডার কর্মীদের কনভেনশন

২৮ জানুয়ারি ডায়মন্ডহারবার হাইস্কুলে অনুষ্ঠিত হল কেন্দ্রীয় সরকারের এন আর এল এম এবং রাজ্য সরকারের আনন্দধারা প্রকল্পে কর্মরত সিএসপি (কমিউনিটি সার্ভিস প্রোভাইডার) কর্মীদের জেলা কনভেনশন। সরকারি স্বীকৃতি, নিয়োগপত্র, সরকারি গ্রুপ-ডি কর্মীদের মতো মাসিক বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা, মাতৃত্বকালীন সবেতন ছুটি, সাইকেল, মোবাইল, গাড়ি ভাড়ার খরচ, অবসরকালীন ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা ও পেনশন চালু সহ ৯ দফা দাবিতে এ দিন দক্ষিণ ২৪ পরগণার ২৩টি ব্লক থেকে তিনশোর বেশি কর্মী ডায়মন্ডহারবার স্টেশনে জমায়েত হয়ে মিছিল করে কনভেনশনস্থলে আসেন। প্রারম্ভিক বক্তব্য রাখেন এআইইউটিইউসি-র জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ও কনভেনশনের উদ্যোক্তা মনিরুল ইসলাম।

মূল প্রস্তাবের সমর্থনে ১৪ জন প্রতিনিধি বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন এআইইউটিইউ সি-র জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য শ্যামল প্রামাণিক সহ অন্যরা। সভাপতিত্ব করেন নন্দিতা অধিকারী। কনভেনশন থেকে নিবেদিতা দাস সরদারকে সম্পাদিকা, নন্দিতা অধিকারীকে সভাপতি এবং কাকলী নস্করকে কোষাধ্যক্ষ করে ৫২ জনের দক্ষিণ ২৪ পরগণা জেলা সিএসপি কর্মী ইউনিয়ন গঠিত হয়।