শিক্ষক নিয়োগ নেই! ত্রিপুরায় ৬টি কলেজে বন্ধ হচ্ছে মাস্টার ডিগ্রি

তিন বছরের ডিগ্রি কোর্সের পরিবর্তে চার বছরের ডিগ্রি কোর্স চালু করেছে। কিন্তু পরিকল্পিত ও সুসংহতভাবে সেমেস্টার ভিত্তিক সিলেবাস তৈরি করা হয়নি। নির্ধারিত সময়ের মধ্যে প্রতি সেমেস্টারে সিলেবাসের পঠনপাঠন শেষ করা হয় না। কারণ প্রতিটি বিষয়ে প্রয়োজনীয় সংখ্যক স্থায়ী অধ্যাপক নিয়োগের কোনও পরিকল্পনাও সরকারের নেই। তাছাড়াও ইউনিভার্সিটিতে বিভিন্ন ধরনের ফি এমন ভাবে বৃদ্ধি করেছে যা সাধারণ ছাত্রছাত্রীদের শিক্ষা জীবন বিপর্যস্ত করে তুলেছে।

এমবিবি ইউনিভার্সিটিতে বাংলা সহ, গুরুত্বপূর্ণ অনেক বিষয়ের এখন পর্যন্ত কোনও শাখা খোলা হয়নি। রাজ্যের ছয়টি ডিগ্রি কলেজে মাস্টার ডিগ্রি কোর্স চালু করা হয়েছিল। কিন্তু অধ্যাপক ও পরিকাঠামোর অভাবে তা বন্ধ হওয়ার পথে। উচ্চ শিক্ষার এই নৈরাজ্য দূর করার দাবিতে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির ত্রিপুরা শাখার পক্ষ থেকে ছটি দাবিতে রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরের ডাইরেক্টরের কাছে এক স্মারকলিপি দেওয়া হয়। ১৮ জানুয়ারি শিক্ষা ভবনের সামনে বিক্ষাভ সভায় বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদক অসিত দাস।