শাস্তির দাবি এস ইউ সি আই (সি)-র

এস ইউ সি আই (সি) উত্তরাখণ্ড রাজ্য ইনচার্জ কমরেড মুকেশ সেমওয়াল ১৯ নভেম্বর এক বিবৃতিতে বলেন, পরিবেশবিদ ও বিজ্ঞানীদের সতর্কবাণী এবং এলাকার মানুষের বিরোধিতার তোয়াক্কা না করে বিজেপি সরকার শ্রমিকদের জীবনে এই বিপর্যয় ঘটাল।

২০১৯ থেকে এই চারধাম প্রকল্পের সুড়ঙ্গ খোঁড়া বন্ধের দাবি জানিয়ে আন্দোলন চালাচ্ছেন এলাকার মানুষ। কিন্তু উন্নয়নের মিথ্যা প্রতিশ্রুতিতে বিজেপি সরকার জনগণের করের টাকার বিপুল অপচয় করে একদিকে হিমালয়ের পরিবেশ ধ্বংস করছে, অন্য দিকে পুঁজিমালিকদের লোভ চরিতার্থ করার জন্য জনস্বার্থ বলি দিচ্ছে। এই সুড়ঙ্গ খুঁড়তে গিয়ে কোনও নিয়মকানুনের তোয়াক্কা করেনি বেসরকারি কন্ট্রাক্টর। সরকারের মন্ত্রী-আমলারাও তার সঙ্গে হাত মিলিয়েছে। এমনকি সুড়ঙ্গে কতজন শ্রমিক কাজ করেছে তার সঠিক তালিকা আট দিনেও ঠিকঠাক পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে আমরা দাবি করছি, ১) দোষী অফিসার ও কন্ট্রাক্টরদের কঠোর শাস্তি দিতে হবে। ২) উত্তরাখণ্ডে টানেল ভিত্তিক সমস্ত প্রকল্প শুরুর আগে পরিবেশবিদ, বিজ্ঞানী ও এলাকার সাধারণ মানুষকে নিয়ে তৈরি রিভিউ কমিটির মতামত গ্রহণ করতে হবে।

গণদাবী ৭৬ বর্ষ ১৪ সংখ্যা ২৪ নভেম্বর ২০২৩