শহিদ স্মরণ রঘুনাথপুরে

১৯৮৩ সালের ১৯ আগস্ট বাসভাড়া বৃদ্ধিবিরোধী আন্দোলনে উত্তাল হয়েছিল সারা রাজ্যের সাথে পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহর। এই আন্দোলনে তৎকালীন সিপিএম সরকারের পুলিশের গুলিতে শহিদ হয়েছিলেন কমরেড হাবুল রজক এবং কমরেড শোভারাম মোদক। এই বছর ১৯ আগস্ট এস ইউ সি আই (সি) পুরুলিয়া উত্তর জেলা সাংগঠনিক কমিটির উদ্যোগে রঘুনাথপুরের বরাকর রোডে অবস্থিত শহিদ বেদির পাশে শহিদ স্মরণ অনুষ্ঠান হয়। সভায় দলের জেলা সম্পাদক কমরেড লক্ষ্মীনারায়ণ সিনহা দিনটির তাৎপর্য তুলে ধরেন। শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এই সভা থেকে আগামী দিনে কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। এই কর্মসূচিতে দলীয় কর্মী-সমর্থক ছাড়াও বহু সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।