ইটাহারে কৃষক আন্দোলন

উত্তর দিনাজপুরে এআইকেকেএমএস ইটাহার ব্লক কমিটির পক্ষ থেকে ইটাহারের বিডিও এবং ব্লক কৃষি আধিকারিকের কাছে ডেপুটেশন দেওয়া হয় ২২ আগস্ট। দেড় শতাধিক মানুষের স্লোগান মুখরিত একটি মিছিল ইটাহার শহর পরিক্রমা করে। দাবি ছিল, সারের কালোবাজারি বন্ধ করে ন্যায্য মূল্যে (এমআরপিতে) সকল কৃষককে দিতে হবে, ফসল বিক্রির সময় কোনওরকম ধলতা নেওয়া চলবে না, গোড়াহার গ্রামে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের অবিলম্বে ক্ষতিপূরণ দিতে হবে, ফসলের দাম চাষের খরচের দেড় গুণ করতে হবে। সমস্ত ফসলের ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করতে হবে।

দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেন বিডিও। পর দিন বিডিও জানান এমআরপি রেটে সার বিক্রি নিশ্চিত করা হবে। সঠিক দামে সর্বত্র সার বিক্রি শুরু হতে আন্দোলনের জয়ে উৎসাহিত কৃষকরা গ্রামে গ্রামে এআইকেকেএমএসের কমিটি তৈরির উদ্যোগ নিচ্ছেন।