শহিদ সূর্য সেন স্মরণ

স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী শহিদ মাস্টারদা সূর্য সেনের আত্মবলিদান দিবস ১২ জানুয়ারি পালিত হয় রাজ্যের সর্বত্র৷ তিনি ও তাঁর সহযোদ্ধারা জালালাবাদ পাহাড়ে আশ্রয় নিয়ে আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অসম যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন৷ তাঁর ৮৫তম শহিদ দিবসে কলেজ স্কোয়ারে মাস্টারদার স্মৃতিতে মাল্যদান কর্মসূচি পালিত হয়৷ ডিএসও, ডিওয়াইও কমসোমলের পক্ষ থেকে৷ মল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করে ডিএসও রাজ্য সম্পাদক কমরেড সৌরভ ঘোষ সহ সংগঠনগুলির নেতৃবৃন্দ৷ ডিওয়াইও–র টালিগঞ্জ–১ ইউনিটের পক্ষ থেকে মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে (ছবি) তাঁর ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন সংগঠনের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড পার্থ দে এবং মহিলা সাংস্কৃতিক সংগঠনের কলকাতা জেলা সম্পাদিকা কমরেড রুনা পুরকাইত সহ অন্যান্যরা৷