লেনিন মৃত্যু শতবর্ষে ছাত্রদের আলোচনা সভা

রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লবের রূপকার ও মহান দার্শনিক কমরেড লেনিনের প্রয়াণ শতবর্ষে এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মুখপত্র ‘ছাত্র সংহতি’-র পক্ষ থেকে ৭ ডিসেম্বর আলোচনা সভা অনুষ্ঠিত হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কে পি বসু মেমোরিয়াল হলে।

‘কমরেড লেনিনের স্বপ্ন, বিপ্লব প্রস্তুতি ও বিপ্লবী মুখপত্র’ শীর্ষক এই আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট কৃষিবিজ্ঞানী ও শিক্ষা আন্দোলনের বিশিষ্ট ব্যক্তিত্ব ডঃ মৃদুল দাস ও এআইডিএসও কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড ডাঃ শুভঙ্কর চ্যাটার্জী। সভাপতিত্ব করেন সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড বিশ্বজিৎ রায়। কলকাতা ও পার্শ্ববর্তী জেলার পাঁচ শতাধিক ছাত্রছাত্রী সভায় মহান লেনিনের স্বপ্নকে রূপায়িত করার সংকল্প নেয়।