রেললাইন ও ব্রিজের দাবিতে নন্দীগ্রামে কনভেনশন

বাজকুল–নন্দীগ্রাম রেল লাইনের কাজ দ্রুত সম্পন্ন করা এবং হলদি নদীর উপর ব্রিজ নির্মাণের দাবিতে ২৫ আগস্ট নন্দীগ্রাম বিএমটি শিক্ষানিকেতনে এক নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হয়৷  সভাপতিত্ব করেন ডাঃ প্রবালকুমার মাইতি৷ বক্তব্য রাখেন, সমাজসেবী আব্দুল হাই খান, আইনজীবী জায়েদ হোসেন, সমাজসেবী পবিত্র জানা, প্রাক্তন শিক্ষক মাধবরঞ্জন গুড়িয়া, সাধন পাল, আনসার হোসেন, সবুজ প্রধান প্রমুখ৷ দাবিগুলির সমর্থনে বিস্তারিত বক্তব্য রাখেন নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির বিশিষ্ট নেতা নন্দ পাত্র৷ আন্দোলনকে তীব্রতর করতে নাগরিক কমিটি গঠিত হয়৷ কমিটির সভাপতি হিসেবে ডাঃ প্রবলকুমার মাইতি, সহ সভাপতি নন্দ পাত্র, যুগ্ম সম্পাদক অনিরুদ্ধ প্রধান, আনসার হোসেন ও অফিস সম্পাদক হিসেবে বিমল মাইতি নির্বাচিত হন৷

(গণদাবী : ৭২ বর্ষ ৮ সংখ্যা)