টালিগঞ্জ রেল স্টেশনের পরিকাঠামো উন্নয়নের দাবিতে আন্দোলন, রেল অবরোধের ডাক

পূর্ব রেলের টালিগঞ্জ স্টেশনের যাত্রী পরিকাঠামো উন্নয়নে রেলকর্তৃপক্ষের চরম ঔদাসীন্যের প্রতিবাদে ১৭ সেপ্টেম্বর রেল অবরোধের ডাক দিল এস ইউ সি আই (সি)৷ পূর্ব রেলের বজবজ শাখায় টালিগঞ্জ স্টেশন দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করেন৷ রেলকর্তৃপক্ষ সম্প্রতি এই স্টেশনে ২ নম্বর প্ল্যাটফর্ম তৈরি করলেও তাতে পৌঁছানোর জন্য কোনও পথ বানায়নি৷ ফলে যাত্রীদের রেল লাইন ধরে দীর্ঘপথ হেঁটে তাতে পৌঁছাতে হচ্ছে৷ এই সমস্যা সমাধানে ২ নম্বর প্ল্যাটফর্মের ডাউনের দিকে ফুটব্রিজ বা সাবওয়ে নির্মাণ, রবীন্দ্র সরোবরের দিক থেকে চলাচলের রাস্তা ও টিকিট কাউন্টার তৈরি, ১ নম্বর প্ল্যাটফর্মের উচ্চতা ট্রেনের উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে বাড়ানো, ১ নম্বর প্ল্যাটফর্মে ফুটব্রিজের কাছে টিকিট কাউন্টার খোলা প্রভৃতি দাবি নিয়ে এস ইউ সি আই (সি) লেক লোকাল কমিটির পক্ষ থেকে টালিগঞ্জের স্টেশন মাস্টারের কাছে স্মারকলিপি দেওয়া হয় আগেই৷ শিয়ালদহের ডিআরএম সহ উচ্চ কর্তৃপক্ষের কাছে দাবি জানানার জন্য স্বাক্ষর সংগ্রহ চলছে৷ এই কর্মসূচিতে বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানাচ্ছেন৷ যাত্রী সাধারণের সমর্থনে ১৭ সেপ্টেম্বর রেল অবরোধের ডাক দেওয়া হয়৷

(গণদাবী : ৭২ বর্ষ ৮ সংখ্যা)