কলকাতার ১নং বরোয় নাগরিক বিক্ষোভ

কলকাতা পুরসভার ১নং বরোর অধীনে ন’টি ওয়ার্ডের বেশ কয়েকটি অঞ্চলে ভাঙাচোরা রাস্তাঘাট, পর্যাপ্ত আলোর অভাব, ডাস্টবিন বা ভ্যাট নেই, শৌচাগার নেই, জমা জলের মধ্যে ডেঙ্গি–ম্যালেরিয়ার সঙ্গে সহাবস্থান বাসিন্দাদের৷ এর প্রতিকারে এস ইউ সি আই (সি)–র উদ্যোগে জোট বেঁধেছেন তাঁরা৷ দাবি তুলেছেন, অবিলম্বে চুনিবাবুর বাজার এলাকায় জলনিকাশির বন্দোবস্ত করতে হবে, বেলগাছিয়া অঞ্চলে পর্যাপ্ত আলো দিতে হবে, ঘোষবাগান এলাকায় বসাতে হবে ময়লা ফেলার ভ্যাট, খালপাড়ের বিস্তীর্ণ বসতি অঞ্চলে তৈরি করতে হবে শৌচাগার৷ এই দাবিতে স্বাক্ষর সংগ্রহ করে ১১ সেপ্টেম্বর ১নং বরো দপ্তরে বিক্ষোভ দেখালেন এলাকার মানুষ৷ এস ইউ সি আই (সি)–র শ্যামপুকুর–কাশীপুর আঞ্চলিক কমিটির সম্পাদক ইমতিয়াজ আলমের নেতৃত্বে ৭ জনের এক প্রতিনিধিদল বরো চেয়াম্যানের সঙ্গে দেখা করে দাবিপত্র পেশ করে৷ চেয়ারম্যান সমস্যার কথা স্বীকার করে দ্রুত শৌচাগার তৈরি ও ভ্যাট বসানোর কাজ শুরু করার প্রতিশ্রুতি দিয়েছেন৷ অন্য দাবিগুলিও বিবেচনার আশ্বাস দিয়েছেন তিনি৷

(গণদাবী : ৭২ বর্ষ ৮ সংখ্যা)