সরকারি কর্মচারীরা যৌথ আন্দোলনে

সরকারি কর্মচারী–আধিকারিক ও শিক্ষকদের ১৭টি সংগঠনের ডাকে ৪ সেপ্টেম্বর মিছিলে সামিল হন দেড় সহস্রাধিক কর্মচারী ও শিক্ষক৷ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমণি রোড পর্যন্ত এই মিছিলে নেতৃত্ব দেন কো–অর্ডিনেটর সত্যেন মজুমদার, অজয় সেনাপতি (অ্যাসোসিয়েশন অফ ওয়েস্টবেঙ্গল সেক্রেটারিয়েট অ্যাসিট্যান্টস) শুভাশিস দাস (পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন), অর্জুন সেনগুপ্ত (ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন–নবপর্যায়), বলয়শঙ্কর মিত্র (স্টিয়ারিং কমিটি), মলয় মুখার্জী (কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ–আইএনটিইউ) প্রমুখ৷

বকেয়া ডিএ অবিলম্বে দেওয়া ও পে–কমিশনের সুপারিশ জুন ২০১৬ থেকে কার্যকর করার দাবিতে এই মিছিলের গান্ধী মূর্তি পর্যন্ত যাওয়ার কথা থাকলেও পুলিশ রানি রাসমণি রোডেই তার গতিরোধ করে৷ সেখানের সভায় নেতৃবৃন্দ তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের কর্মচারী বিরোধী ভূমিকার পাশাপাশি সিপিএম পরিচালিত কো–র্ডিনেশন কমিটির আন্দোলন বিরোধিতারও নিন্দা করেন৷

(গণদাবী : ৭২ বর্ষ ৮ সংখ্যা)