রেলবিক্রির জমি তৈরি করতেই ভাড়া বৃদ্ধি এসইউসিআই(সি)

 

 

 

 

কেন্দ্রীয় সরকার সম্প্রতি রেলের প্ল্যাটফর্ম টিকিটের দাম ১০ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করেছে এবং স্বল্পদূরত্বের প্যাসেঞ্জার ট্রেনের ন্যূনতম ভাড়াও ৩০ টাকা ধার্য করেছে। এর তীব্র প্রতিবাদ জানিয়ে এস ইউ সি আই (সি)-র সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ৬ মার্চ এক বিবৃতিতে বলেন,

আমাদের দেশে গরিব এবং নিম্নমধ্যবিত্ত মানুষের প্রধান পরিবহণ মাধ্যম হল রেল। বেসরকারি কর্পোরেট পুঁজিমালিকদের কাছে রেল পরিষেবা বিক্রির দরজা খুলে দিয়ে মোদি সরকার ইতিমধ্যেই রেলের ভাড়া বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত করে রেখেছে। জনস্বার্থ বলি দিয়ে পুঁজিপতিদের তুষ্ট করতেই প্ল্যাটফর্ম এবং স্বল্পদূরত্বের প্যাসেঞ্জার ভাড়ার এই বৃদ্ধি ঘটানো হয়েছে। আমরা এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করছি।

(গণদাবী-৭৩ বর্ষ ২৫ সংখ্যা_১২ মার্চ , ২০২১)