রাজ্যে রাজ্যে শহিদ দিবস উদযাপন

70 Year 33 Issue 6 April, 2018

 

আমেদাবাদে পথনাটিকা

শহিদ ভগৎ সিং, রাজগুরু, শুকদেব–এর ৮৭তম আত্মবলিদান দিবস গুজরাটের নানা স্থানে পালিত হয় এ আই ডি এস ও, এ আই ডি ওয়াই ও এবং এ আই এম এস এস–এর যৌথ উদ্যোগে৷

 আমেদাবাদ : ২২–২৪ মার্চ এই তিন দিন ধরে এক পদযাত্রা শহরে বিভিন্ন এলাকা পরিক্রমা করে৷ চলার পথে জায়গায় জায়গায় আলোচনা, সঙ্গীত, পথনাটিকা, ব্যাজ পরিধান ইত্যাদি চলতে থাকে৷ ছাত্র, যুবক, বিভিন্ন ব্যাঙ্ক ইউনিয়ন, সরকারি কর্মচারি ইউনিয়ন, সাঁতার প্রতিষ্ঠান, প্রবীণ নাগরিক, মহিলা, শিশু–কিশোর সহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এসে মানুষেরা পদযাত্রায় যোগ দেন এবং শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন৷ বহু স্থানে নাগরিকরা পানীয় জল, শরবত, চা, জলখাবার প্রভৃতি দিয়ে পদযাত্রীদের অভ্যর্থনা জানান৷ বিপ্লবীদের জীবনসংগ্রাম সম্পর্কিত পুস্তিকা কেনেন এবং এই কর্মসূচির খরচ চালাবার জন্য অর্থ সাহায্য করেন৷

বদোদরা : ১৫ মার্চ ছাত্রসভা, ১৮ ও ২১ মার্চপদযাত্রা, ২৩ মার্চ এম এস ইউনিভার্সিটিতে সভা এবং তারসালিতে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়৷

পিলানি, রাজস্থান

সুরাট : বিভিন্ন স্কুল এবং এলাকায় ২৩ মার্চ শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান হয়৷ ২৫ মার্চ সারা দিন ধরে পদযাত্রা গোটা শহর পরিক্রমা করে৷

রাজস্থান : পিলানির মার্কেট পার্ক এবং বাল্মীকি বস্তিতে এআইডিওয়াইও–র উদ্যোগে শহিদ দিবস পালিত হয়৷ অনুষ্ঠানে আলোচনা সঙ্গীত, আবৃত্তি পরিবেশিত হয়৷