মুর্শিদাবাদে কৃষক বিক্ষোভ

১৭–২১ ডিসেম্বর সারা ভারত কিষান খেতমজদুর সংগঠনের উদ্যোগে মুর্শিদাবাদ জেলার ব্লকে ব্লকে বিক্ষোভ ডেপুটেশন হয়৷ সরকারকে ন্যায্য মূল্যে প্রকৃত চাষিদের কাছ থেকে ধান কেনা, সারের কালোবাজারি ও মূল্যবৃদ্ধি রোধ করা, সমস্ত ষাটোর্ধ্ব চাষিদের মাসিক ভাতা দেওয়া এবং ব্লক হাসপাতালে কুকুর কামড়ের ভ্যাকসিন রাখা, খেতমজুরদের ২০০ দিন কাজ ইত্যাদি স্থানীয় দাবি নিয়ে ডোমকল, ভগবানগোলা, বেলডাঙা, নওদা ব্লকে বিক্ষোভ ডেপুটেশন হয়৷ বেলডাঙায় ধান পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয়৷

(গণদাবী : ৭১ বর্ষ ২০ সংখ্যা)