মদের প্রসার রোধের দাবিতে বিক্ষোভ

নারী নির্যাতন ও মদ-মাদকের প্রসার বন্ধ, আশা-আইসিডিএস-স্কিম ওয়ার্কারদের বাঁচার মতো মজুরি এবং তমলুকের রত্নালীতে মদের দোকান বন্ধের দাবিতে ৭ ফেব্রুয়ারি এআইএমএসএস-এর উদ্যোগে মানিকতলা রত্নালী থেকে মিছিল করে তিন শতাধিক মহিলা তমলুক থানায় বিক্ষোভ দেখান (ছবি)। তমলুক ছাড়াও জেলায় এগরা, কাঁথি প্রভৃতি জায়গায় মিছিল ও থানায় ডেপুটেশন কর্মসূচি হয়। তমলুক পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের রত্নালীতে চার বছর বন্ধ থাকার পর আবারও মদের দোকান খোলার বিরুদ্ধে গত নভেম্বর থেকে লাগাতার প্রতিবাদে নেমেছেন এলাকার বাসিন্দারা। ১০ ফেব্রুয়ারি আন্দোলনের বিরাশিতম দিনে এলাকার নাগরিকদের গড়ে তোলা মদ বিরোধী নাগরিক কমিটি এলাকায় পথসভা ও মিছিল সংগঠিত করে।