ব্যাঙ্ককর্মীদের অবস্থান বিক্ষোভ

ব্যাঙ্ক সংযুক্তিকরণের সিদ্ধান্ত প্রত্যাহার সহ কয়েকটি দাবিতে ব্যাঙ্ক কর্মচারীদের দু’টি সংগঠন ২২ অক্টোবর দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছিল৷ ধর্মঘটের প্রতি নৈতিক সমর্থনের পাশাপাশি অনাদায়ী ঋণ আদায়ে কঠোর ব্যবস্থা গ্রহণ, প্রয়োজন মতো কর্মী নিয়োগ, স্থায়ী কাজে স্থায়ী কর্মী নিয়োগ, এফআরডিআই বিল–২০১৭ বাতিল, জমা টাকার উপর সুদের হার না কমানো সহ নানা দাবির ভিত্তিতে ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটি ফোরামের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে ২২ অক্টোবর কলকাতার বিবাদী বাগে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হয়৷ বক্তব্য রাখেন এ আই ইউ টি ইউ সি কলকাতা জেলা সম্পাদক কমরেড অনিন্দ্য রায়চৌধুরী, কমরেড জগন্নাথ রায়মণ্ডল, রতন কর্মকার, গৌরীশঙ্কর দাস, বঙ্কিমচন্দ্র বেরা, আলোকতীর্থ মণ্ডল, নারায়ণচন্দ্র পোদ্দার প্রমুখ৷ তাঁরা ব্যাঙ্ককর্মী এবং গ্রাহকদের নানা সমস্যা তুলে ধরার সাথে কেন্দ্রীয় সরকার এবং ব্যাঙ্ক কর্তৃপক্ষের জনবিরোধী নীতিগুলির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান৷

(গণদাবী : ৭২ বর্ষ ১২ সংখ্যা)