বিক্ষোভে ফুঁসছে চিলির জনগণ

মালিকদের মুনাফার স্বার্থে ব্যাপক বেসরকারিকরণ, নির্মম শ্রমিক–শোষণ, সামাজিক খাতে সরকারি বরাদ্দ বন্ধ করা এবং পরিণতিতে দেশ জুড়ে ধনী–গরিবে বিপুল আর্থিক বৈষম্যের প্রতিবাদে ফুঁসে উঠেছে চিলির জনগণ৷ দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে সেনা–পুলিশের হামলা, কারফিউ উপেক্ষা করে এক সপ্তাহের বেশি সময় ধরে চলতে থাকা সরকারবিরোধী এই বিক্ষোভে গত ২৬ অক্টোবর ১০ লক্ষেরও বেশি মানুষ সামিল হয়েছিলেন প্রতিবাদ মিছিলে (ছবি)৷ এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৭ জন বিক্ষোভকারীর, গ্রেপ্তার ৭ হাজার৷

(গণদাবী : ৭২ বর্ষ ১২ সংখ্যা)