বাইক ট্যাক্সি চালকদের সম্মেলন

বাইক ট্যাক্সিকে কমার্শিয়াল লাইসেন্স দেওয়ার নোটিফিকেশন কার্যকর ও বাইক ট্যাক্সি চালকদের পরিবহণ শ্রমিকের স্বীকৃতি প্রদান সহ নানা দাবিতে ২০ মার্চ, কলকাতা সাবারবান বাইক ট্যাক্সি অপারেটরস ইউনিয়নের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হল কলকাতার সুবর্ণ বণিক সমাজ হলে।

সংগঠনের পতাকা উত্তোলন ও শহিদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে সম্মেলনের কাজ শুরু হয়। শোক প্রস্তাব পাঠ করা হয়। তারপর সম্পাদকীয় রিপোর্টের মধ্য দিয়ে বাইক ট্যাক্সি চালকদের লড়াইয়ের কথা ও আন্দোলনের জয়ের বিষয়টি এবং আগামী দিনে আন্দোলনের রূপরেখা কী হবে তা নিয়ে বক্তব্য পেশ করা হয়।

সম্মেলনে দুই শতাধিক বাইক ট্যাক্সি চালক প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন। প্রধান বক্তা ছিলেন এআইইউটিইউসি-র রাজ্য সম্পাদক অশোক দাস। উপস্থিত ছিলেন নিরঞ্জন নস্কর, সমর সিনহা, অনিন্দ্য রায়চৌধুরী প্রমুখ। সম্মেলন থেকে কমরেড শান্তি ঘোষকে সভাপতি ও কমরেড দেবু সাউ-কে সম্পাদক করে ৪৩ জনের কার্যকারী কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটির প্রথম কর্মসূচি হিসেবে ২৩ মার্চ শহিদ ই আজম ভগৎ সিং-এর স্মরণদিবস সকল জোনাল কমিটি সহ কেন্দ্রীয় অফিসে উদযাপনের ঘোষণা করা হয়।