বাইক-ট্যাক্সি চালকদের বিক্ষোভ


হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় কিছু অসাধু ব্যক্তি কয়েকদিন ধরে স্বীকৃত বাইক-ট্যাক্সি চালক এবং যাত্রীদের ওপর নানা ভাবে জুলুম করে টাকা আদায় করছিল। এর প্রতিবাদে ৪ জুলাই ‘কলকাতা সাবারবান বাইক ট্যাক্সি অপারেটর্স ইউনিয়ন’-এর উদ্যোগে দুই-শতাধিক বাইক ট্যাক্সি চালক হাওড়া পোস্ট অফিসের সামনে বিক্ষোভ দেখান ও গোলাবাড়ি থানায় ডেপুটেশন দেন। সংগঠনের সভাপতি কমরেড শান্তি ঘোষের নেতৃত্বে তিন জনের একটি প্রতিনিধিদল ডেপুটেশন দেন।
এসিপি, হাওড়া নর্থ ডিভিশন সহ হাওড়া ট্রাফিক গার্ডের আই সি, গোলাবাড়ি থানার আধিকারিকের কাছে স্মারকলিপি পেশ করা হয়। তাঁরা সমস্যা সমাধানে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ এবং তোলাবাজি রুখতে বাইক-ট্যাক্সিচালকদের নির্দিষ্ট এলাকায় পার্কিংয়ের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন।

গণদাবী ৭৪ বর্ষ ৪৭ সংখ্যা ১৫ জুলাই ২০২২