প্রতিবাদ দিবসে রোকেয়া নারী উন্নয়ন সমিতি

দিল্লির কৃষক আন্দোলনের পাশে দাঁড়াল রোকেয়া নারী উন্নয়ন সমিতি। ৩০ ডিসেম্বর বহরমপুরে তারা প্রতিবাদ দিবস পালন করে। কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী নীতির তীব্র সমালোচনা করেন নেতৃবৃন্দ।

রোকেয়া নারী উন্নয়ন সমিতির উদ্যোগে তালাক, বহু-বিবাহ, নারী-পাচার, বাল্যবিবাহ, গণধর্ষণ, খুন সহ বিভিন্ন ধরনের নারী নির্যাতনের বিরুদ্ধে মুর্শিদাবাদ জেলায় সংগঠনের তৎপরতা খুবই উল্লেখযোগ্য। সম্প্রতি ইসলামপুর কলেজের ছাত্রী সঞ্জিলা খাতুনের ধর্ষণকারী ও খুনিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে তারা আন্দোলন করেছে। এ দিনের প্রতিবাদী সভায় প্রায় পাঁচ শত নির্যাতিতা নারী ও বিদ্বজ্জন উপস্থিত ছিলেন। মুর্শিদাবাদ জেলা প্রশাসনিক ভবনের সামনে গান, আবৃত্তি, আলোচনা ও নাটকের মধ্য দিয়ে এ দিনের কর্মসূচি পালিত হয়।

(গণদাবী-৭৩ বর্ষ ১৭ সংখ্যা_১৫ জানুয়ারি, ২০২১)