প্যাসেঞ্জার ট্রেনকে এক্সপ্রেস : বঞ্চিত হবেন গরিব মানুষ

সম্প্রতি কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে ২০০ কিলোমিটার বা তার বেশি দূরত্বে চলা প্যাসেঞ্জার ট্রেনগুলিকে এক্সপ্রেস তকমা দিয়ে চালানো হবে। এর ফলে ওই ট্রেনগুলির ভাড়া তিন থেকে চারগুণ বাড়বে। বহু ছোট স্টেশন, হল্ট স্টেশনে এই ট্রেনগুলি আর থামবে না। ফলে রেলের উপর নির্ভরশীল গরিব যাত্রীসাধারণ, ডেইলি প্যাসেঞ্জার, হকার, ভেন্ডার, কম পয়সার মাসিক টিকিটের অধিকারী পরিচারিকা, নির্মাণ কর্মী প্রভৃতি অংশের লক্ষ লক্ষ মানুষ আর্থিক সমস্যায় পড়বেন। তাঁদের জীবিকা অর্জনই অনিশ্চিত হয়ে যাবে। একই সাথে ছোট ছোট স্টেশনের আশেপাশের বিস্তীর্ণ এলাকার মানুষের যাতায়াত চরম সমস্যার মধ্যে পড়বে। ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিক, চাষের মরশুমের কৃষি শ্রমিকরাও খুবই অসুবিধার মধ্যে পড়বেন। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে এআইইউটিইউসি-র সাধারণ সম্পাদক কমরেড শঙ্কর দাশগুপ্ত ২ নভেম্বর এক বিবৃতিতে বলেন, বৃহৎ একচেটিয়া পুঁজি মালিকদের হাতে রেলকে বেচে দেওয়ার প্রচেষ্টার অঙ্গ হিসাবেই কেন্দ্রীয় সরকার এই পদক্ষেপ নিয়েছে। রেল যে সামাজিক দায়িত্ব পালন করে তা রদ করে প্রায় ৩০ হাজার কোটি টাকার পরিষেবাকে জনসাধারণের নাগালের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি এই জনবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার জন্য কমরেড শঙ্কর দাশগুপ্ত জনসাধারণের কাছে আহ্বান জানান।

(ডিজিটাল গণদাবী-৭৩ বর্ষ ১০ সংখ্যা_১০ নভেম্বর, ২০২০)