পেট্রোল–ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে তমলুকে বিক্ষোভ

আন্তর্জাতিক বাজারে তেলের দাম তলানিতে৷ প্রতিবেশী দেশগুলোতেও পেট্রোল–ডিজেলের দাম অনেক কম৷ অথচ ভারতে প্রায় প্রতিদিনই পেট্রোল–ডিজেলের দাম বাডছে৷ এর প্রতিবাদে এসইউসিআই (সি)–র উদ্যোগে ৩০ জুন পূর্ব মেদিনীপুরে জেলাশাসক দপ্তরে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ৷ পরে ডেপুটেশন দেওয়া হয়৷ তমলুক শহরের মানিকতলা মোড থেকে বিক্ষোভ মিছিল শহর পরিক্রমা করে জেলা শাসক দপ্তরে এসে পৌঁছয়৷ দাম বৃদ্ধির কালা সার্কুলারের প্রতিলিপি পোডানো হয়৷ বিক্ষোভ সমাবেশে দলের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য প্রণব মাইতি বলেন, কেন্দ্রীয় সরকার বিপুল পরিমাণে তেলের দাম বাড়িয়ে ধনকুবের পুঁজিপতিদের ব্যাপক মুনাফা লোটার সুযোগ করে দিচ্ছে৷ দেশে লুটের রাজত্ব কায়েম হয়েছে৷ এর মারাত্মক ফল হিসাবে জনগণ মূল্যবৃদ্ধিতে জেরবার হচ্ছে৷ তিনি সকলকে এর প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানান৷