পুদুচেরিতে লেনিন স্মরণে সমাবেশ

এস ইউ সি আই (সি) পুদুচেরি রাজ্য সংগঠনী কমিটির উদ্যোগে ১৫ ফেব্রুয়ারি লেনিন মৃত্যুশতবর্ষ উপলক্ষে কর্মী-সমর্থকদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন রাজ্য সম্পাদক কমরেড এস লেনিনদুরাই। উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শ্রীধর। প্রধান বক্তা পলিটবুরো সদস্য কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য বর্তমান প্রেক্ষাপটে লেনিনের শিক্ষার নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, মার্ক্সবাদ-লেনিনবাদকে এসইউসিআই(সি) জীবনদর্শন হিসাবে গ্রহণ করেছে। অন্য দিকে সিপিএম-সিপিআই একে নিছক একটি রাজনৈতিক মতবাদ হিসেবে মনে করে। এই দলগুলি আজ বুর্জোয়া ভোট-রাজনীতিতে আকণ্ঠ ডুবে গেছে। কমরেড ভট্টাচার্যের ইংরেজি ভাষণ তামিলে অনুবাদ করে শোনান পুদুচেরি রাজ্য আহ্বায়ক কমরেড অনাভরথন।