পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবি বিপিটিএ-র রাজ্য সম্মেলনে

১৭-১৯ ডিসেম্বর কোচবিহারের হলদিবাড়িতে অনুষ্ঠিত বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির ২৮তম দ্বি-বার্ষিক রাজ্য সম্মেলন থেকে প্রতিটি ক্লাসের জন্য শিক্ষক নিয়োগের দাবি উঠল। এ ছাড়া জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিল, দ্রুত টেটের ফলাফল প্রকাশ, স্বচ্ছভাবে নিয়োগ ইত্যাদি ২০ দফা দাবি তোলা হয়।

সম্মেলনের প্রথম দিন প্রকাশ্য সমাবেশ হয় জেসিআই মাঠে। আলোচনা করেন অধ্যাপক মহীদাস ভট্টাচার্য, অধ্যাপক সংহতি মঞ্চের সম্পাদক অধ্যাপক মানস জানা, অভ্যর্থনা কমিটির সভাপতি বাসুদেব বিশ্বাস, সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোসাব্বর হোসেন। সম্মেলন উপলক্ষে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে বিদ্যাসাগরের উদ্ধৃতি প্রদর্শনীর আয়োজন করা হয়। ‘জাতীয় শিক্ষানীতি প্রাথমিক শিক্ষার অবশেষটুকুকেও ধ্বংস করবে’ বিষয়ক সেমিনারে আলোচনা করেন সারা বাংলা সেভ এডুকেশন কমিটির সহ সম্পাদক বিশিষ্ট কৃষিবিজ্ঞানী ডঃ মৃদুল দাস। সম্মেলনে সাধারণ সম্পাদক হিসেবে আনন্দ হান্ডা এবং সভাপতি হিসেবে মোসাব্বর হোসেন পুর্নর্নিবাচিত হন।