নয়া তথ্য সুরক্ষা আইনঃ মৌলিক অধিকার ও ব্যক্তি স্বাধীনতার ওপর স্বৈরাচারী আঘাত

এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ৯ আগস্ট এক বিবৃতিতে বলেন,

কেন্দ্রীয় বিজেপি সরকার ৭ আগস্ট লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জোরে যে ‘বৈদ্যুতিন মাধ্যমে সংরক্ষিত তথ্যের সুরক্ষা’ বিল পাশ করিয়ে নিয়েছে, তা ব্যক্তিজীবনের গোপনীয়তা ধ্বংস করবে এবং ব্যক্তি স্বাধীনতার উপর ফ্যাসিবাদী আক্রমণ নামিয়ে আনবে। মুখে তারা ব্যক্তিগত তথ্য ও ব্যক্তিজীবনের একান্ত গোপনীয়তাকে রক্ষা করার অনেক কথা বললেও, এই বিল আদতে ভারতীয় নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা ও ব্যক্তি স্বাধীনতার উপর এক মারাত্মক আক্রমণ। এই আইনের বলে, কোনও তথ্য কোন প্রয়োজনে ব্যবহার করা হবে, তা নির্ধারণের একচ্ছত্র অধিকার থাকবে সরকারের। এমনকি যে ব্যক্তির তথ্য ব্যবহার করা হবে, তাঁকে কোনও কিছু না জানিয়েই সরকারের একতরফা সিদ্ধান্তকেই তাঁর অনুমোদন হিসাবে ধরে নেওয়া হবে। এ ছাড়া, নজরদারি চালানো বা যে কোনও প্রয়োজনে সব ধরনের ব্যক্তিগত তথ্য সংগ্রহের জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা সরকার পরিচালিত সংস্থাগুলিকে স্বেচ্ছাচারী ক্ষমতা দিচ্ছে এই বিল। এমনকি এ জন্য সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি নেওয়াও আর আবশ্যিক থাকছে না। আমরা নাগরিকদের মৌলিক অধিকার ও ব্যক্তিস্বাধীনতার ওপর বিজেপি সরকারের এই ফ্যাসিবাদী আক্রমণের তীব্র নিন্দা করছি। সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষকে একজোট হয়ে এই স্বৈরাচারী আইনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।