ঘুগনি বেচার নিদান নয়, সব শূন্য পদে নিয়োগ চাই– এ আই ইউ টি ইউ সি

পরিযায়ী শ্রমিকদের ঘুগনি, চপ বেচে রোজগারের যে পরামর্শ মুখ্যমন্ত্রী দিয়েছেন, সে বিষয়ে ২৪ আগস্ট এআইইউটিইউসি-র রাজ্য সম্পাদক কমরেড অশোক দাস বলেন, লকডাউনের সময় রাজ্য সরকার এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য যে পরিকল্পনার কথা শুনিয়েছিল তা আজও বিশ বাঁও জলে। এখন মুখ্যমন্ত্রী এ রাজ্যের শ্রমিকদের বাইরে না গিয়ে এ রাজ্যেই চা-বিস্কুট, ঘুগনি, পাঁউরুটি, চপের দোকান করার পরামর্শ দিচ্ছেন। তিনি বলেন, শ্রমিকদের কাজ পাওয়ার মূল সমস্যার সমাধান না করে কার্যত স্বনিযুক্তি প্রকল্পে কাজ করার কথা বলছেন। পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে কাজ করতে না গিয়ে এখানে দোকান করলে এই বিপুল সংখ্যক দোকানের ক্রেতা পাওয়া যাবে কোথায়? আজ ঘরে ঘরে বেকার। এ এক অর্থে শ্রমিকদের প্রতি নিষ্ঠুর রসিকতা ।

তিনি দাবি করেন, সরকারি ৬ লক্ষ ৫০ হাজার শূন্য পদে অবিলম্বে নিয়োগ করতে হবে এবং শ্রমনির্ভর শিল্পে কাজ দেওয়ার ব্যবস্থা করতে হবে।