Breaking News

বেআইনি বাজি কারখানা বন্ধের দাবিতে দত্তপুকুরে বনধ

বারাসাতে বিক্ষোভ মিছিল। ২৮ আগস্ট

অবিলম্বে সমস্ত বেআইনি বাজি কারখানা বন্ধ করা, দোষীদের শাস্তি, নিহতদের পরিবারবর্গকে ও আহতদের পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রভৃতি দাবিতে ২৯ আগস্ট দত্তপুকুর থানার নীলগঞ্জ-ইছাপুর অঞ্চলে ১২ ঘন্টা বনধের ডাক দেয় এসইউসিআই(কমিউনিস্ট)।

এই দাবিতে ২৮ আগস্ট দলের পক্ষ থেকে উত্তর ২৪ পরগণা জেলায় প্রতিবাদ দিবস পালিত হয় এবং জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়। দলের বারাসত বনগাঁ সাংগঠনিক জেলা সম্পাদক কমরেড তুষার ঘোষ এবং জেলা কমিটির সদস্য কমরেড বিপ্লব দত্ত ও কমরেড অভিজিৎ মুখার্জী জেলাশাসকের সঙ্গে দেখা করে দাবিসনদ পেশ করেন। বারাসত স্টেশন থেকে একটি মিছিল জেলাশাসকের দপ্তরে পৌঁছায় এবং জেলাশাসক ভবনের সামনে বিক্ষোভ দেখায়।