দিল্লিতে সেভ এডুকেশন কমিটির নাগরিক সভা

২৫ সেপ্টেম্বর দিল্লিতে গান্ধী পিস ফাউন্ডেশন হলে ছাত্র স্বার্থবিরোধী ‘প্রস্তাবিত জাতীয় শিক্ষানীতি ২০১৯’–এর প্রতিবাদে  অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির ডাকে এক নাগরিক সম্মেলন অনুষ্ঠিত হয়৷ সভাপতিত্ব করেন অধ্যাপক নরেন্দ্র শর্মা৷ উদ্বোধনী ভাষণে কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষাব্রতী প্রকাশ ভাই শাহ এই শিক্ষানীতির বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান৷ এ ছাড়াও বক্তব্য রাখেন দিল্লির সেভ এডুকেশন কমিটির সম্পাদক গিরিবর সিং, গুরুত্বপূর্ণ সংগঠক সারদা দীক্ষিত, দিল্লি বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক নন্দিতা নারায়ণ, অধ্যাপক সুবোধ শর্মা, জে এন ইউ–এর অধ্যাপক সচ্চিদানন্দ সিংহ, সারা ভারত সেভ এডুকেশন কমিটির পক্ষে দেবাশিস রায় প্রমুখ৷ সম্মেলনের আগে একটি মিছিল শহর পরিক্রমা করে৷

(গণদাবী : ৭২ বর্ষ ১১ সংখ্যা)