দিল্লিতে কারখানায় অগ্নিকাণ্ডে শ্রমিক মৃত্যুর প্রতিবাদ

70 year 27 Issue, 23 Feb 2018

 

দিল্লির বাওয়ানা শিল্পক্ষেত্রের এক কারখানায় ২১ জানুয়ারি ভয়ানক অগ্নিকাণ্ডে ১৭ জন শ্রমিকের মৃত্যু হয়৷ এর মধ্যে ১০ জন নারী শ্রমিক৷ আরও অনেকেই গুরুতররূপে আহত হন৷ জানা গেছে, সেখানে বেআইনিভাবে বাজি তৈরি হত৷ ওই এলাকায় অনেক কারখানাই চলছে যার কোনও লাইসেন্স নেই, কোনও সুরক্ষা বিধিই মানা হয় না৷

এ আই ইউ টি ইউ সি–র দিল্লি রাজ্য সম্পাদক কমরেড এম চৌরাসিয়ার নেতৃত্বে এক প্রতিনিধি দল এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান এবং মৃত ও আহতদের পরিবারবর্গের সঙ্গে দেখা করে সমবেদনা জানান৷ পরদিন ২২ জানুয়ারি শ্রম কমিশনারের কাছে নিহত ও আহতদের পরিবারগুলিকে উপযুক্ত ক্ষতিপূরণ, শ্রমিক বিরোধী বেআইনি কার্যকলাপ বন্ধ ও দোষীদের শাস্তি দাবি করা হয়৷ কার্যালয়ের সামনে সংগঠনের পক্ষ থেকে স্মরণসভা অনুষ্ঠিত হয়৷ বক্তব্য রাখেন সংগঠনের দিল্লি রাজ্য সভাপতি কমরেড হরিশ ত্যাগী ও অন্যান্যরা৷