জাতীয় শিক্ষানীতি প্রত্যাহারের দাবিতে কেরালায় রাজভবন অভিযান

বিজেপি সরকারের আনা জাতীয় শিক্ষানীতি বাতিল করার দাবিতে ১৬ সেপ্টেম্বর কেরালার তিরুবনন্তপুরমে রাজভবন অভিযানের ডাক দিয়েছিল অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির কেরালা শাখা। শুরুতে এক সভায় জেএনইউ-এর অধ্যাপক সচ্চিদানন্দ সিনহা বলেন, এই শিক্ষানীতি মিষ্টি কথার আড়ালে প্রতারণায় ভরা এবং বিপজ্জনক। শিক্ষা ধ্বংসকারী এই নীতি অবিলম্বে বাতিল করার দাবি জানান তিনি।

বিশিষ্ট কবি কুরিপুঝা শ্রীকুমার বলেন, কেরালার মানুষ যে এই নীতি মেনে নেবেন না তা এখনই কেন্দ্রীয় সরকারের কাছে জানিয়ে দিক রাজ্য সরকার। তিনি ‘শিক্ষার জন্য সংগ্রামে’র উপর রচিত কবিতা পাঠ করেন।

বহু বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষক, চিকিৎসক, গণআন্দোলন ও মানবাধিকার আন্দোলনের নেতা প্রমুখ এই অভিযানে অংশ নেন। কমিটির রাজ্য সভাপতি জর্জ জোসেফ, সম্পাদক অ্যাডভোকেট এন শান্তিরাজ বক্তব্য রাখেন।