জয়নগর বিডিওতে বিক্ষোভ

১১ মার্চ দক্ষিণ ২৪ পরগণায় এস ইউ সি আই (সি) জয়নগর-২ ব্লক কমিটির উদ্যোগে এলাকার মানুষ বিডিও দফতরে বিক্ষোভ দেখান ও ডেপুটেশন দেন। দীর্ঘদিন ধরে বার্ধক্য ও বিধবা ভাতা বন্ধ, আবাস যোজনায় ১০০ দিনের কাজের টাকা বন্ধ, বিভিন্ন সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে দলবাজি চলছে। এইসব সমস্যার সমাধান এবং অকেজো টিউবওয়েল মেরামত, সমস্ত পাট্টা জমি এলআর রেকর্ড করা সহ বারো দফা দাবিতে প্রাক্তন বিধায়ক জয়কৃষ্ণ হালদারের নেতৃত্বে ছ’জনের প্রতিনিধি দল বিডিও-র কাছে স্মারকলিপি দেয়। বিডিও উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জয়নগর লোকসভা কেন্দ্রের প্রার্থী এবং এআইডিওয়াইও-র সর্বভারতীয় সভাপতি কমরেড নিরঞ্জন নস্কর। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অধ্যাপক তরুণকান্তি নস্কর, আনসার শেখ, সালামত মোল্লা, সুভাষ জানা প্রমুখ নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড গোবিন্দ হালদার।