ডায়মন্ডহারবারে এনআরএলএম কোঅর্ডিনেটরদের জেলা কনভেনশন

১০ মার্চ ডায়মন্ডহারবার কমলা ভবনে অনুষ্ঠিত হল এনআরএলএম প্রকল্পের সঙ্ঘ কো-অর্ডিনেটরদের দক্ষিণ ২৪ পরগণা জেলা কনভেনশন। কেন্দ্রীয় সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরের অধীন এই প্রকল্পে প্রতি গ্রাম পঞ্চায়েতে একজন করে সঙ্ঘ কো-অর্ডিনেটর কাজ করেন। স্বনির্ভর গোষ্ঠীগুলির পরিচালনা ও হিসাব-নিকাশ দেখাশোনা করার জন্য সরকারি পরীক্ষার মাধ্যমে এই কর্মীদের নিয়োগ করা হলেও এঁদের কোনও নিয়োগপত্র দেওয়া হয় না। মাসিক চার হাজার টাকা পারিশ্রমিক দেওয়ার নির্দেশ থাকলেও বহু ক্ষেত্রে এই সামান্য টাকাও নিয়মিত দেওয়া হয় না। কো-অর্ডিনেটরদের স্থায়ী নিয়োগপত্র, কর্মীদের নিজস্ব অ্যাকাউন্টে প্রতি মাসে বেতন, সরকারি কর্মচারীদের ন্যায় সুবিধা ও বেতন বৃদ্ধি সহ ১০ দফা দাবিতে অনুষ্ঠিত হয় এই কনভেনশন। উপস্থিত ছিলেন দেড় শতাধিক প্রতিনিধি।

বক্তব্য রাখেন এআইইউটিইউসি-র জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মনিরুল ইসলাম ও জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য শ্যামল প্রামাণিক কনভেনশন থেকে মহুয়া হালদারকে সম্পাদিকা, শীতলা মণ্ডলকে সভাপতি ও রিনা পাত্রকে কোষাধ্যক্ষ করে ৫৭ জনের ‘সঙ্ঘ কো-অর্ডিনেটর কর্মী ইউনিয়ন, দক্ষিণ ২৪ পরগণা’ গঠিত হয়।