জয়নগরে মিড ডে মিল কর্মীদের বিডিও ডেপুটেশন

৫ ও ৬ এপ্রিল যথাক্রমে জয়নগর ২ ও ১ নম্বর ব্লক অন্তর্গত বিভিন্ন অঞ্চলের প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের মিড ডে মিল কর্মীরা তাঁদের নানা দাবি নিয়ে বিডিও-র কাছে ডেপুটেশন দেন। বিভিন্ন অঞ্চল থেকে প্রায় তিন শতাধিক মহিলা বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান।

তাঁদের দাবি– বছরে ১০ মাস নয়, ১২ মাসের বেতন দিতে হবে। বেতন বৃদ্ধি করে অন্তত মাসে ৬,৩০০ টাকা করতে হবে, মিড ডে মিল কর্মীদের নির্দিষ্ট কাজের বাইরে বাড়তি কাজ করানো চলবে না, অবসরকালীন ভাতা দিতে হবে, মিড ডে মিল কর্মীদের সরকারি কর্মীর স্বীকৃতি দিতে হবে। এই দাবিগুলির ভিত্তিতে এক প্রতিনিধিদল বিডিও-কে স্মারকলিপি দেন। বিডিও দাবিগুলির যৌক্তিকতা মেনে সেগুলি পূরণে তার সাধ্যমতো চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দেন।