চূড়ান্ত স্বৈরাচারী ন্যাশনাল মেডিকেল কমিশন তীব্র প্রতিবাদ মেডিকেল সার্ভিস সেন্টারের

বিধিবদ্ধ সংস্থা মেডিকেল কাউন্সিল অব ইন্ডিয়া (এমসিআই) বাতিল করে ন্যাশনাল মেডিকেল কমিশন  (এনএমসি) গঠনের তীব্র বিরোধিতা করেছে মেডিকেল সার্ভিস সেন্টার৷ সংগঠনের সর্বভারতীয় সভাপতি অধ্যাপক ডাক্তার বিনায়ক নার্লিকার, সাধারণ সম্পাদক ডাঃ বিজ্ঞান বেরা, পার্লামেন্টের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রাক্তন সদস্য ডাঃ তরুণ মণ্ডল, সংগঠনের দুই সহ সভাপতি ডাঃ অশোক সামন্ত এবং ডাঃ গঙ্গাধর কে এস ১ জানুয়ারি এক বিবৃতিতে এর বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনের আহ্বান জানান৷ সংগঠনের পক্ষ থেকে ২ জানুয়ারি দেশব্যাপী কালা দিবস পালন করা হয় এবং ওই দিনই প্রধানমন্ত্রীর কাছে প্রতিবাদপত্র পাঠানো হয়৷

এটি একটি স্বৈরাচারী পদক্ষেপ৷ এর মধ্য দিয়ে মেডিকেল শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার উপর পুঁজিপতিদের নিয়ন্ত্রণ কায়েম হবে৷  যে দুর্নীতির অভিযোগ তুলে এম সি আইকে ভেঙে দেওয়া হচ্ছে সে প্রসঙ্গে তাঁরা বলেন, এই দুর্নীতি তো শাসকদলের এবং সরকারের মদতেই চলেছে৷ তাঁরা বলেন, ‘গণতান্ত্রিক ব্যবস্থায় প্রশ্ন করার অধিকার থাকে৷ কিন্তু এনএসসি–র মতো সরকার মনোনীত সংস্থায় কোনও প্রশ্ন করার সুযোগ থাকবে না৷ ফলে সমস্ত জনবিরোধী সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হবে৷ পুঁজিপতিদের স্বাস্থ্য ব্যবসার স্বার্থে মেডিকেল কলেজ স্থাপনের মাপকাঠি অবনমিত করা হবে৷ অ্যালোপাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক ইত্যাদি মিলিয়ে যে অদ্ভুত ‘ক্রসপ্যাথি’ দাঁড় করানো হচ্ছে তারও বিরোধিতা করেছেন তাঁরা৷