করনদিঘি ব্লকে বিড়ি শ্রমিক সম্মেলন

বিড়ি শ্রমিকদের সরকারি ন্যূনতম মজুরি, সরকারি পরিচয়পত্র, বোনাস, পিএফ, পেনশন, বিড়ি শ্রমিক কল্যাণ প্রকল্প চালু সহ ১১ দফা দাবিতে ‘করনদিঘি বিড়ি ওয়ার্কার্স ইউনিয়নের’ ডাকে ১৭ ফেব্রুয়ারি উত্তর দিনাজপুর জেলার গোপালপুরে করনদিঘি ব্লক বিড়ি শ্রমিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

উদ্বোধন করেন সংগঠনের রাজ্য কমিটির নেতা সনাতন দাস। বিড়ি-শ্রমিক প্রতিনিধি বৈজন্তী দাস ও সামিমা খাতুন, সুশান্ত সিংহ ও আমিরুল ইসলাম এবং সম্পাদক জাহিরুদ্দিন সম্মেলনে বক্তব্য রাখেন। প্রধান বক্তা ছিলেন বিড়ি ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়ার রাজ্য সম্পাদক কমরেড আনিসুল আম্বিয়া। তিনি বলেন, মালিক ও ঠিকাদার এবং সরকারের ত্রিমুখী শোষণে জর্জরিত পশ্চিমবঙ্গে ২৩ লক্ষ বিড়ি শ্রমিকের করুণ অবস্থা পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ ও লাগাতার আন্দোলন ছাড়া অন্য কোনও রাস্তা নেই। শান্তিলাল সিংহকে সভাপতি, জাহিরুদ্দিনকে সম্পাদক, নুর মহম্মদকে কোষাধ্যক্ষ করে ৩৫ জনের নতুন কমিটি গঠিত হয়।