সেমেস্টার পদ্ধতি সুসংহত জ্ঞানচর্চার বিরোধী–এআইডিএসও

আগামী শিক্ষাবর্ষে(২০২৫) উচ্চ-মাধ্যমিক স্তরে সেমেস্টার ব্যবস্থা চালু করার কথা বলেছেন শিক্ষামন্ত্রী। এর তীব্র বিরোধিতা করে ১৩ ফেব্রুয়ারি এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সারা রাজ্যে বিক্ষোভ দেখায়। সংগঠনের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, তৃণমূল কংগ্রেস মুখে বিজেপি সরকারের বিরোধিতা করলেও সরকারি শিক্ষাব্যবস্থা ধ্বংসের সামগ্রিক পরিকল্পনা জাতীয় শিক্ষানীতি এ রাজ্যে কার্যকর করছে। সেই নীতি মেনেই রাজ্যের স্কুলে ধাপে ধাপে সেমেস্টার ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে তারা। তারা উচ্চ-মাধ্যমিকে বোর্ড পরীক্ষা তুলে দেওয়ার কথাও বলছে।

তিনি বলেন, ইতিমধ্যে এ রাজ্যে স্নাতক স্তরে সেমেস্টার চালু হওয়ার ফলে উচ্চশিক্ষায় সামগ্রিক ও সুসংহত জ্ঞানচর্চার পরিসর খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্লাসের সময় কমে আসায় অনেক ক্ষেত্রেই সিলেবাস শেষ হচ্ছে না, ঠিক সময়ে পরীক্ষার ফলও প্রকাশ হচ্ছে না। তাছাড়া সেমেস্টার ব্যবস্থা চালু হলে উচ্চ-মাধ্যমিক স্তরে ছাত্রছাত্রীদের শিক্ষার খরচ বাড়বে। সেমেস্টার পিছু ফি বহুগুণ বাড়বে, যা কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে দেখা যাচ্ছে।