উত্তর দিনাজপুরে ফি–বৃদ্ধি বিরোধী ছাত্র আন্দোলনের জয়

দীর্ঘ দিন ধরেই উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের রাঘবপুর হাই স্কুলে ফি–বৃদ্ধি, দুর্নীতি ও অনিয়ম চলছিল৷ ৩ জানুয়ারি এ আই ডি এস ও–র নেতৃত্বে ছাত্ররা মিছিল করে ফি–বৃদ্ধির প্রতিবাদ জানাতে স্কুলে গেলে শিক্ষকদের একাংশ ছাত্রদের উপর চড়াও হন৷ ছাত্র–ভিভাবকরা ক্ষিপ্ত হয়ে পথ অবরোধ করেন এবং স্কুল ঘেরাও করেন৷ পরে করণদিঘি ব্লকের জয়েন্ট বি ডি ও–র উপস্থিতিতে স্কুল কর্তৃপক্ষ ফি–বৃদ্ধি প্রত্যাহার করে ১৫০ টাকা করলে ও দুঃস্থ ছাত্র–ছাত্রীদের বিনা পয়সায় ভর্তির ঘোষণা করলে ছাত্র–ভিভাবকরা স্কুল ঘেরাও তুলে নেন৷ এই আন্দোলনে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সম্পাদক কমরেড শ্যামল দত্ত, রাঘবপুর লোকাল সম্পাদক কমরেড উকিল সাহেব প্রমুখ৷