আগামী শিক্ষাবর্ষে পাশ–ফেল ফিরিয়ে আনার সরকারি ঘোষণা রাজ্যবাসীর দীর্ঘ আন্দোলনেরই জয়

এস ইউ সি আই (সি)–র পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড সৌমেন বসু ২৪ নভেম্বর এক প্রেস বিবৃতিতে বলেন,

‘‘আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় শ্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেছেন, এ রাজ্যের স্কুলস্তরে পাশ–ফেল প্রথা আসন্ন শিক্ষাবর্ষ থেকেই ফিরে আসছে৷ আমরা এই ঘোষণাকে স্বাগত জানাই এবং পশ্চিমবঙ্গের সর্বস্তরের জনগণের সুদীর্ঘ আন্দোলনের গুরুত্বপূর্ণ বিজয় বলে মনে করি৷

সিপিএম সরকার যখন প্রাথমিক স্তরে পাশ–ফেল প্রথা তুলে দিয়েছিল, তখন থেকেই চার দশক ধরে আমাদের দল এস ইউ সি আই (কমিউনিস্ট)–এর নেতৃত্বে এরাজ্যে গণআন্দোলন চালানো হচ্ছে, যা তৃণমূল সরকারের শাসনেও সমানভাবে পরিচালিত হয়েছে৷ এই দাবিতে সর্বশেষ গত ১৭ জুলাই পশ্চিমবাংলায় ১২ ঘণ্ঢার বনধ আহ্বান করা হয়, যার পক্ষে বিপুল জনসমর্থন টের পেয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতি দেন যে, সামনের শিক্ষাবর্ষ থেকেই তাঁরা পাশ–ফেল ফিরিয়ে আনবেন৷ পাশ–ফেল প্রথা না থাকার কারণে এ রাজ্যের কোটি কোটি গরিব–মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েদের শিক্ষার সর্বনাশা  ক্ষতি হয়েছে৷ জনগণের এই ঐতিহাসিক গণআন্দোলনের বরাবরের দাবি অনুযায়ী সরকারকে প্রথম শ্রেণি থেকেই পাশফেল ফিরিয়ে আনতে হবে৷